সুখের জন্য অপেক্ষা করুন
সুখের জন্য অপেক্ষা করুন
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদীস বর্ণনা করেছেন যে,'স্বস্তির জন্য অপেক্ষা করা সর্বোত্তম ইবাদত'
'প্রভাত কি নিকটবরনিকটবর্তী নয়?'
ۚ أَلَيْسَ الصُّبْحُ بِقَرِيب
(সূরাঃ হুদ, আয়াতঃ ৮১)
দুর্দশা ও দুশ্চিন্তাগ্রস্তদের জন্য প্রভাত উদ্ভাসিত হচ্ছে। অতএব, অপেক্ষা করুন ; আল্লাহর কাছে সাহায্যের আশা রাখুন
আরবি একটি প্রবাদ আছে, '' রশি যখন কষে তখন তা ছিঁড়ে যায়।'' অর্থাৎ অবস্থা যখন সংকটজনক পর্যায়ে পৌঁছে যায়, তখন তা থেকে দ্রুত মুক্তি লাভের বিশ্বাস রাখুন।
আল্লাহ তায়ালা বলেন :-
' যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির উপায় করে দিবেন।'
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا
(সূরাঃ আত্ব-ত্বালাক্ব, আয়াতঃ ২)
তিনি আরও ইরশাদ করেছেন:-
' যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার গুনাহ সমূহ ক্ষমা করবেন এবং তাকে মহাপুরস্কার দান করবেন। '
وَمَنْ يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا
(সূরাঃ আত্ব-ত্বালাক্ব, আয়াতঃ ৫)
' যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দিবেন। وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
(সূরাঃ আত্ব-ত্বালাক্ব, আয়াতঃ ৪)
আরবরা বলে:-
বিপদ-আপদ আসে, এবং একসময় তার মেঘ কেটে যায় অতঃপর আর কোনদিন ফিরে আসে না।'
একটি সহিহ হাদীসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:- আমি আমার বান্দার ধারণার অনুরূপ। [ অর্থাৎ সে আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করবে আমি তার সঙ্গে সেরূপ আচরণ করব ] অতএব, সে যেমন ইচ্ছা ধারণা করুক।'
' অবশেষে যখন রাসূলগণ নিরাশ হয়ে গেলেন এবং মানুষেরা ধারণা করল যে, রাসূলগনকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, তখন তাদের নিকট আমার সাহায্য এল। অতএব, আমি যাকে ইচ্ছা করি সে মুক্তি পায়।
حَتَّىٰ إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا جَاءَهُمْ نَصْرُنَا فَنُجِّيَ مَنْ نَشَاءُ ۖ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ
(সূরাঃ ইউসূফ, আয়াতঃ ১১০)
' কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। অবশ্য কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
(সূরাঃ ইনশিরাহ, আয়াতঃ ৫-৬)
কোনো কোনো মুফাসসিরীনে কেরামের অভিমত, কেউ কেউ একে হাদিস বলে মনে করে যে- একটি সংকট দুটি আরামকে ছাড়িয়ে যেতে পারে না। '
' হয়তো আল্লাহ এর পর কোন উপায় বের করে দিবেন।'
لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًا
(সূরাঃ আত্ব-ত্বালাক্ব, আয়াতঃ ১)
' জেনে রেখো! নিঃসন্দেহে আল্লাহর সাহায্য নিকটবর্তী। '
أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ২১৪)
' নিশ্চয় আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। '
إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ
(সূরাঃ আল আ'রাফ, আয়াতঃ ৫৬)
এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন- ' জেনে রেখো! সাহায্যে আসে ধৈর্যের মাধ্যমে আর আরাম আসে কষ্টের সাথে।'
এক কবি বলেছেন,
' সংকট যখন অধিক ঘনীভূত হয়, তখন তা থেকে মুক্তির জন্য অপেক্ষা করুন।'
অপর এক কবি বলেছেন,
' বহু চোখ ঘুমিয়ে আছে; অপরদিকে বহু চোখ জেগে আছে- কি ঘটবে আর কি ঘটবে না তার ফিকিরে। অতএব, যথাসম্ভব দুশ্চিন্তা পরিত্যাগ করো। কেননা, দুশ্চিন্তার বোঝার বহন করা পাগলামি। নিঃসন্দেহে তোমার যে প্রভু তোমার গতকালের সমস্যার সমাধান করেছেন, তিনি তোমার আগামীকালের সমস্যারও সমাধান করবেন। '
অন্য এক কবি বলেছেন,
তাকদীরের লেখাকে তার আপন গতিতে চলতে দাও এবং দুশ্চিন্তামুক্ত মন নিয়ে ঘুমাও। কেননা, আল্লাহ তা'আলা চোখের পলক এই অবস্থার পরিবর্তন করে দিতে পারেন।
No comments