পরোপকার করা
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখলেন এক মহিলা ময়লা আবর্জনার স্তুপ থেকে একটি মরা কাক তুলে নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রা. এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য তার এক গোলামকে ওই মহিলার পিছনে পাঠালেন। গোলামের প্রশ্নের জবাবে মহিলা জানাল।
আজ তিনদিন যাবত আমাদের কাছে কিছুই নেই। একমাত্র এই মরা ছাড়া, যা আবর্জনার স্তুপ থেকে তুলে আনলাম এ সংবাদ শুনে আব্দুল্লাহ মোবারক এর চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। তিনি কাফেলাকে হুকুম দিলেন, তার সমস্ত পথেয় ওই জনপথে বিতরণ করে দিতে। অতপর অবশিষ্ট কোন পথেয় না থাকায় ওই বছর তিনি হজে না গিয়ে ফিরে গেলেন।
একদিন তিনি স্বপ্নে দেখলেন কেউ একজন আওয়াজ দিয়ে বলছে, তোমার হজ কবুল হয়েছে তোমার অন্যান্য আমলও এবং তোমার গোনাহ্সমুহ ক্ষমা করে দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা এরশাদ করেছেন, তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়, যদিও তারা নিজেরাই অভাবগ্রস্ত।
সূরা হাশর-৯
আজ তিনদিন যাবত আমাদের কাছে কিছুই নেই। একমাত্র এই মরা ছাড়া, যা আবর্জনার স্তুপ থেকে তুলে আনলাম এ সংবাদ শুনে আব্দুল্লাহ মোবারক এর চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। তিনি কাফেলাকে হুকুম দিলেন, তার সমস্ত পথেয় ওই জনপথে বিতরণ করে দিতে। অতপর অবশিষ্ট কোন পথেয় না থাকায় ওই বছর তিনি হজে না গিয়ে ফিরে গেলেন।
একদিন তিনি স্বপ্নে দেখলেন কেউ একজন আওয়াজ দিয়ে বলছে, তোমার হজ কবুল হয়েছে তোমার অন্যান্য আমলও এবং তোমার গোনাহ্সমুহ ক্ষমা করে দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা এরশাদ করেছেন, তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়, যদিও তারা নিজেরাই অভাবগ্রস্ত।
সূরা হাশর-৯
No comments