দুঃখের সাথে সুখ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
বাংলা অনুবাদঃ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।(সূরাঃ ইনশিরাহ, আয়াতঃ ৬)
হে মানুষ! ক্ষুধার পর তৃপ্তি আসে ।পিপাসার পর আসে নিবারণ। জেগে থাকার পর ঘুম আসে। অসুস্থ তারপর আসে সুস্থতা । পথহারা পথ খুঁজে পাবে । দুঃখ - পীড়িতজন পাবে সুখের দেখা। অন্ধকার কেটে যাবে।
'অতএব, সেদিন দূরে নয়, যেদিন আল্লাহ তা'আলা বিজয় প্রকাশ করবেন অথবা নিজের পক্ষ থেকে কোনো নির্দেশ দিবেন।
(সূরা মায়েদা ৫২)
রাতকে সুসংবাদ দিন নির্মল ভোরের ।দুশ্চিন্তাগ্রস্ত কে সুসংবাদ দিন দ্রুত এগিয়ে আসা সুদিনের। বিপদগ্রস্ত কে সুসংবাদ দিন মহান আল্লাহর দয়া ও অনুগ্রহের। যখন দেখবেন মরুভূমি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েই চলছে, তখন বুঝবেন তার পরেই আসে সবুজ-শ্যামল বাগান। অশ্রুর পর হাসি। ভয়ের পর নিরাপত্তার। উদ্বিগ্নতার পর প্রশান্তি।
আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে জ্বালায়নি। কারণ প্রভুর আদেশ ছিল-
হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।
(সূরা আম্বিয়া ৬৯)
হযরত মূসা আলাইহিস সালামকে ডোবায়নি। কারণ, তিনি একনিষ্ঠভাবে বলেছিলেন-
' কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ দেখাবেন।
(সূরা শুয়ারা ৬২)
হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম [সত্তর] গুহায় সঙ্গীকে অভয় দিয়ে বলেছিলেন,' পেরেশান হয়ো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন।
(সূরা তাওবা ৪০)
দুরবস্থার শিকার ও হতাশাগ্রস্তরা কেবল শাস্তি, সংকীর্ণতা ও দুর্ভাগ্যই অনুভব করে। তাদের দৃষ্টি ঘরের দরজা-দেওয়াল পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এর বেশি অগ্রসর হয় না। হায়! যদি তাদের দৃষ্টি পর্দার অন্তরালে দৃশ্যও অবলোকন করতে সক্ষম হতো! তাদের চিন্তা ভাবনা ও অণুধ্যান যদি দেয়ালের ওপারে পৌঁছত।
অতএব, সংকীর্ণমনা হবেন না। সব সময় এক অবস্থায় বিরাজমান থাকে না। আল্লাহর দয়া, মেহেরবানী ও সহজতার জন্য অপেক্ষা করা সর্বোত্তম ইবাদত। জামানা পরিবর্তন হয় না। কালের আবর্তন-বিবর্তন চিরন্তন। গায়েবের বিষয় অপ্রকাশ্য। প্রতিদিন জগতনিয়ন্তার নতুন নতুন শান হয়ে থাকে। মনে রাখবেন, দুঃখের পর সুখ আর সংকীর্ণ তারপর প্রশস্ততা আসে।
No comments