মুসলিম বিশ্বের ইতিহাস ( ইসলামিক স্টাডিজ) 2019

ইসলামিক স্টাডিজ
মুসলিম বিশ্বের ইতিহাস
পরীক্ষা 2019 ( অনুষ্ঠিত 2020)

 ক বিভাগ
১। প্রশ্নঃ
ক. কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না?
খ. বাগদাদ নগরী ধ্বংস করেন?
গ. আলজেরিয়ার কত অংশ জুড়ে সাহারা মরুভূমি?
ঘ. আধুনিক মিশরের প্রতিষ্ঠাতাকে ?
ঙ. ইরান কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
চ. সাদ্দাম হোসেনকে ছিলেন?
ছ. মিশরের রাজধানীর নাম কি?
জ. ইয়াসিন আরাফাত কে ছিলেন?
ঝ. মালদ্বীপের আইনসভার নাম কি?
ঞ. ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি?
ট. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ঠ. আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতাকে?
খ বিভাগ
২. সৌদি আরবের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৩. গাদ্দাফির শাসনকাল সংক্ষিপ্তভাবে বর্ণনা করো ।
৪. ইরাকের ভৌগোলিক অবস্থা সংক্ষিপ্ত বর্ণনা দাও ।
৫. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৬. আলজেরিয়া কখন ও কিভাবে স্বাধীন হয়?
৭. ইন্দোনেশিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৮. বঙ্গভঙ্গের কারণ আলোচনা করো ।
৯. আরব লীগ সম্পর্কে কি জানো ।
 গ বিভাগ
১০. আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করো ।
১১. ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে আলোচনা করো ।
১২. সাদ্দাম হোসেন পরবর্তী ইরাকের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো ।
১৩. মিশরের বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ।
১৪. লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদ গাদ্দাফির পতনের কারণসমূহ বিস্তারিত আলোচনা করো ।
১৫. পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের প্রধান সমস্যা উল্লেখ করো ।
১৬. ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের বর্ণনা দাও এবং এ ব্যাপারে আরব লীগের ভূমিকা উল্লেখ করো ১৭.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালীন আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.