মুসলিম দার্শনিকদের পূর্ণনাম

দর্শন বলতে সাধারণত জীবন ও জগৎ সম্পর্কে সার্বিক জ্ঞান লাভের প্রয়াসকে বোঝায়। এই অর্থে প্রতিটি ব্যক্তি সমাজ ও জাতির একটি বিশেষ দর্শন রয়েছে। মানব জাতির ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, মুসলিম জাতির ও একটি  নিজস্ব দর্শন রয়েছে। মুসলিম দর্শন কোরআন ও হাদিস ভিত্তিক এবং কোরআন ও হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধান এতে স্থান পেয়েছেন।

মুসলিম দার্শনিকদের পূর্ণনাম

১. আল কিন্দি: নাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি ।

২. আল ফারাবি: মোহাম্মদ ইবনে তারখান ইবন উজলাখ আবু নাসের আল ফারাবি।
যিনি দর্শনে দ্বিতীয় শিক্ষক হিসেবে অভিহিত।

৩. ইবনে সিনা: আবু আলী আল হাসান ইবন আব্দুল্লাহ ইবন সিনা।
উল্লেখযোগ্য কিছু পেতাম কিতাব।
1. কানুন ফিত তিব্ব
2. কিতাবুশ শিফা
3. আদাবিরাতুল কালিবিয়্যান

৪. আল গাজালী: আবু হামিদ মুহাম্মদ ইবনে তাউস আহমদ আশ তুসী আল শাফী নিশাপুরী আল গাজালী।

৫. ইবনে রুশদ: আবুল ওয়ালিদ মুহাম্মদ বিন আহমাদ ইবনে রুশদ।

৬. আল রাজি: ফখরুদ্দিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ইবন হুসায়ন আল রাযি।

৭. ইবনে খালদুন: আব্দুর রহমান ওয়ালী উদ্দিন মুহাম্মদ বিন খালদুন।

৮. আল্লামা ইকবাল: আল্লামা ড. মুহাম্মদ ইকবাল।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.