রাষ্ট্র নায়ক হওয়ার আগে .... আব্রাহাম লিংকন

আব্রাহাম লিংকন পােস্ট মাস্টার ছিলেন।
আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট। প্রথম জীবনে তিনি নিজ এলাকায় পােস্ট মাস্টার হিসেবে কাজ করেছেন। আমেরিকার রক্তাক্ত গৃহযুদ্ধের পরিত্রাণদাতা নায়ক হিসেবে আবির্ভূত হন এবং আমেরিকার তথা পৃথিবীর ইতিহাসের এক অন্যতম সেরা নেতা এবং এক কিংবদন্তি পুরুষে পরিণত হন। মজার বিষয় হলাে আব্রাহাম লিংকনের মদের দোকানের পরিবেশক। হিসেবে বৈধ লাইসেন্স ছিল।

Image result for আব্রাহাম লিংকন

 তিনি ছিলেন লিংকনের ঘাতক জন উইকস বুথের আপন ভাই। আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে আব্রাহাম লিংকনই সর্বপ্রথম মহিলাদের ভােট দেওয়ার বিষয়টি অনুধাবন করেন। অন্যদিকে তিনি ছিলেন একজন দক্ষ রেসলার। ৩০০ রেসলিংয়ে অংশ নিয়ে মাত্র একটিতে হেরেছিলেন তিনি। আমেরিকান সিক্রেট সার্ভিসও প্রতিষ্ঠা করেন তিনি।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.