রাষ্ট্রনায়ক হওয়ার আগে.....কোলিন্দা গ্র্যাবার
কোলিন্দা গ্র্যাবার প্রেসিডেন্ট হওয়ার আগে কূটনীতিক হিসেবে কাজ করতেন।
কোলিন্দা ক্রোয়েশিয়ার রিজেক নামক স্থানে ২৯ এপ্রিল ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ক্রোয়েশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট এবং সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। জাগরিব বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কোলিন্দা স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি রােমান ক্যাথলিক চর্চা করেন এবং ঘােষণা দেন খ্রিস্টান ধর্মের আনুগত্য।
১৯৯৬ সালে তিনি জ্যাকভ কিতারােভিকে বিয়ে করেন। তাদের ঘরে দুই সন্তান আছে। তিনি ইংরেজি, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলতে পারেন। এ ছাড়া ইতালিয়ান, ফ্রেন্স এবং জার্মান ভাষা বুঝতে কোনাে সমস্যা হয় না।
১৯৯৬ সালে তিনি জ্যাকভ কিতারােভিকে বিয়ে করেন। তাদের ঘরে দুই সন্তান আছে। তিনি ইংরেজি, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলতে পারেন। এ ছাড়া ইতালিয়ান, ফ্রেন্স এবং জার্মান ভাষা বুঝতে কোনাে সমস্যা হয় না।
২০১৫ থেকে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী এই রাজনীতিবিদ ছিলেন মূলত একজন কূটনীতিবিদ। ন্যাটোতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কিছুদিন যুক্তরাষ্ট্রে ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূতও ছিলেন। দেশটির দক্ষিণপন্থি ক্রোয়েশিয়া ডেমােক্র্যাটিক ইউনিয়নের সদস্যও তিনি।

No comments