জুনিয়র মৌলভী ১৬ তম নিবন্ধন পরীক্ষা ২০১৯ ( প্রশ্ন ও উত্তর )

বিষয় বাংলাঃ
১. সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি?
* সর্বনাম ও ক্রিয়াপদে ।

২.  বাড়ি বা রাস্তার নামের পদে কোন চিহ্ন বসে ?
* কমা।

৩. “ইঁদুর কপালে” এর বিপরীত বাগধারা কোনটি?
*একাদশে বৃহস্পতি।

৪. কোন বানানটি শুদ্ধ ?
* শুশ্রূষা।

৫. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
* প্রথম চৌধুরী।

৬. সারাংশ বা সারমর্ম সাধারনত কোয়টি অনুচ্ছেদে লিখিত হয় ?
* একটি

৭. সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে ?
* সাহিত্যের।

৮. “যৌবন সূর্য’’ কোন সমাস?
* রূপক কর্মধারয় সমাস।

৯. দেশী ও তৎসম শব্দে সংমিশ্রণ কে কি বলে?
* গুরুচণ্ডালী দোষ।

১০. চাকরির জন্য যে পত্র লিখিত হয় তার নাম কি?
* আবেদনপত্র।

১১.“ সারাংশ লিখ ’’ শিক্ষার উদ্দেশ্যে  কি?
* বক্তব্য  সংক্ষেপণ ।

১২. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার  উপযোগী ?
* চলিত রীতি।

১৩. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ
* আপাদমস্তক।

১৪. শুদ্ধ বানান কোনটি
* দরিদ্রতা।

১৫. ইঙ্গিতময়, অর্থপূর্ণ , ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কি?
* ভাব সম্প্রসারণ।

১৬. ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে?
* সমস্যমান পদ।

১৭. “যার কোন মূল্য নেই”- একে বাগধারা বলে?
* ঢাকের বাঁয়া।

১৮. ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষের  বিষয়টি কোন ?
* একই কথার পুনরাবৃত্তি।

১৯. কোন ছেদ চিহ্ন থামার প্রয়োজন আছে ?
* কমা চিহ্ন।

২০. সারাংশ লিখনে ভাষার বাহুল্য , উপমা, অলংকার এসকল-
*  বর্জনীয়।

২১. “ কুল কাঠের আগু’’ বাগধারাটির প্রকৃত অর্থ কি ?
* তীব্র জ্বালা ।

২২. বাক্যে “কমা ’’ অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে?
* ফেমিকন।

২৩.  কোনটি শুদ্ধ?
*  নীরস।

২৪. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ?
* সাতও না প৭াচও না ।

২৫.  সংখ্যাবাচক শব্দ পূর্বপদ কোন সমাস হয়?
*  দ্বিগু সমাস।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.