তিনবার কথা বলার কারণ (মহানবী (সাঃ) এর বানী)

 

তিনবার কথা বলার কারণ ঃ 

💥 হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এর দস্তুর ছিল। তিনি যখন কোন কথা বলিতেন ( প্রায় সময়)  পুনঃ তিনবার বলিতেন, যাহাতে তাহার কথা (উত্তররুপে) বুঝিয়া লইতে পারা যায়। এভাবে যখন তিনি কোনও সম্প্রদায়ের নিকট যাইতেন আর তাহাদের সালাম করিতেন, তখন সালাম করিতেন তিনবার করিতেন। ( বুখারী)  

  • মিসকাতুল মাসাবীহ ২য় খন্ড, হাদিস নং-11/198
মহা নবী (সাঃ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আমরা কোন গুরুত্বপূর্ণ কথা বলি, তাহলে আমরা  তিনবার বলা। যাহাতে শ্রোতারা কথাটি ভালো করে শুনতে পাবে এবং বুঝতে পাবে। 

এমন অনেক মানুষ আছে, যারা গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু তিনি কি বললেন অন্য মানুষ তা বুঝতে পারে না। 

তাই আমাদের  উচিৎ  কোন কথা বললে তা ভালো করে বুঝিয়ে বলা।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.