আরবি প্রবাদ বাক্য, arbi probad bakko


আরবি প্রবাদ বাক্য

১.  যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়।

২. যদি নিজে নিজের বিবেককে বড় মনে কর তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি হবে।

৩. বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না। কারণ, বাকপটু তোমাকে কথাই পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে।

৪. সম্পদ আসে কচ্ছপের মত আর যায় হরিণের মতন।

৫. নির্বোধের কথার উত্তর না দেওয়াই তার উত্তম।

৬. চরিত্রের কারণেই অনেক সন্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক গণ্য নগণ্য ব্যক্তি করিয়েছে বিরাট সম্মান।

৭. কোন ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোন ঘুমন্ত সাপের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যাপার।

৮. যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না।

৯. কোন মানুষকে সম্মান করা তার হৃদয়ের মনি কোঠায় প্রবেশের চাবির সমতুল্য।

১০. কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া। এক, জ্ঞান দুই, ভদ্রতা।

১১. পৃথিবীটা লবণাক্তকারীর মতো যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।


১২. তুমি পাহাড়ের চূড়ার মতো হইয়ো না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে।

১৩. চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো।

১৪. সবকিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

১৫. কোপে থুথু ফেলনা। কারণ হয়তো কখনো তোমার একক থেকে তারে পান করার প্রয়োজন হতে পারে।

১৬. গাছ থেকে যখন আপেল পড়লো। তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়েছে। কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইলো, কেন আপেলটি পড়েছে?


১৭. আর তার মধ্যেই আবিষ্কৃত হলো মধ্য আকর্ষণ শক্তি।

১৮. জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি। জ্ঞানের পরিচয়।

১৯.যে হিংসা করে সে সবার আগে। নিজের ক্ষতি করে।

২০. আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ


আর দেখতে এখানে ক্লিক করুন


No comments

Theme images by Flashworks. Powered by Blogger.