বারোবাজার বেলাট মসজিদ, খুলনা বিভাগ
বলছিলাম ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাধীন বারোবাজার ইউনিয়নের বেলাট গ্রামের নামানুসারে নির্মিত মসজিদটির কথা। দুই একর জমির ওপর ২০১৯ সালের শেষের দিকে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় এবং ২০২২ সালের জানুয়ারি মাসে উদ্দ্বোধন করা হয়।
প্রায় ৫ কোটি কাটা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে আদ্ব-দ্বীন ফাউন্ডেশন। তৃতীয় তলাবিশিষ্ট মসজিদটির রং করা হয়েছে আকাশি রঙে। ধবধবে সাদা ও হালকা আকাশি রঙের সংমিশ্রণে নির্মিত মসজিদটি রয়েছে রঙের সঙ্গে আধুনিক দৃষ্টিনন্দন সব কারুকাজ।
মসজিদটির চার পাশের বাউন্ডারি ওয়ালেও রয়েছে ব্যতিক্রমী সৌন্দর্য । মসজিদে ডুকেই ডানে বিশাল কবরস্থান ও বামে রয়েছে বিভিন্ন ফুলের বাগান।
নারী পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা ওযু ও নামাযের ব্যবস্থা। প্রায় এক হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে । মসজিদটি একনজর দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসছেন প্রতিনিয়ত । মসজিদের সঙ্গেইরেয়েছে বিশালাকার মিনার।
দেখে আসুন গুগল ম্যাপে


No comments