মোবারকগঞ্জ চিনিকল চালু হলো আজ, কালীগঞ্জ ঝিনাইদহ
প্রায় এক বছর পরে চালু হল মোবারকগঞ্জ চিনির কল। উদ্ভাবন করলেন এমপি মহোদয় আনারুল আজিম আনার ঝিনাইদহ ৪। আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ।ঝিনাইদহ কালীগঞ্জের সনামধন্য এই সুগার মিল প্রায় বন্ধ হওয়ার উপযোগী হয়ে গিয়েছিল আবার পুনরায় চালু হলো।
কৃষকদের সাথে আলাপকালে তিনি বলেন, আখ চাষ অধিক লাভজনক ফসল হওয়ায় এরই মধ্যে আখের দাম বাড়ানো হয়েছে। আখ সব জলবায়ু সহনশীল।
আআখের দাম পেতে অনেক বেগ পেতে হয়েছে, এখন আখের টাকা পেতে বেগ পেতে হবে না। মোবাইলের মাধ্যমে ঘরে বসেই মিল ও কেন্দ্রে পৌঁছে দেওয়া আখের দাম পেয়ে যাবেন।
তিনি আরো বলেন, মোবারকগঞ্জ সুগার মিল আপনার এলাকার একটি প্রতিষ্ঠান, তাই আপনি যদি এদেশের চিনি খেতে চান এবং বাজার থেকে ন্যায্য মূল্যে চিনি কিনতে চান তাহলে আপনাকে এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে হবে।


No comments