এক নজরে দেখে আসি বারোবাজার ইউনিয়নের মাদ্রাসা সমূহ, বিভাগ খুলনা।

ঐতিহাসিক বারোবাজার যা কালের স্বাক্ষী হয়ে রয়েছে । এই নগরকে বলা হয় মসজিদরে নগরী। 


মাদ্রাসাসমূহ বিবরণঃ 

১। বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা।

২। মাজদিয়া আয়শা ফুলজান  দাখিল মাদ্রাসা।

৩। পিরোজপুর আলিম মাদ্রাসা। 



৪। হযরত ফাতেমাতুজ্জোহরাা কওমি মাদ্রাসা।

৫। বাদেডিহি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা।

৬। ফুলবাড়ি  নূরানী ও কওমী মাদ্রাসা । 

৭। দারুল উলুম কওমী মাদ্রাসা, জগন্নাথপুর।

৮। উত্তর বেলাট হাফেজিয়া মাদ্রাসা।

৯। মরহুম রফি মিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।

১০। বারবাজার গোহাট বেলাট দৌলতপুর আনোয়ারুল কোরআন ফয়েজ আম নূরানী ও হাফেজিয়া                মাদ্রাসা। 

১১। গোড়ার মসজিদ হাফেজিয়া মাদ্রাসা।

১২। বারোবাজার আউলিয়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা।

১৩। কাজী বাড়ি হাফিজিয়া মাদ্রাসা।

১৪। বাদুরগাছা শেখপাড়া সিদ্দিকীয়া আমিনিয়া মাদ্রাসা।

১৫। জগন্নাথপুর হাফেজিয়া মাদ্রাসা।

১৬।  লুচিয়া হাফেজিয়া মাদ্রাসা।

আমি আমার মত করে চেষ্টা করেছি বারোবাজার ইউনিয়নের সমস্ত মাদ্রাসাগুলির নাম লিখার

 । যদি কোন মাদ্রসার নাম বাদ পড়ে যায় অনুগ্রহ করে আমাকে জানাবেন । আমি চাই

 বারোবাজার এর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সকল খবর আমার এই ব্লগের মাধ্যমে 

 প্রচার করতে। 



No comments

Theme images by Flashworks. Powered by Blogger.