ঘরে নামাজ পড়া প্রসঙ্গে
হযরত জাবের রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ (ফরজ) নামাজ আদায় করে, সে যেন তার নামায হতে একটা অংশ ঘরের জন্য রেখে দেয় । কেননা আল্লাহ তারা নিশ্চয়ই তার ঘরে তার এই নামাজের কারণে কল্যাণ প্রদান করেন।
(মুসলিম শরীফ)
অন্যত্র নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لا تجعلوا بيوتكم قبورا
(মুসলিম শরীফ)
অন্যত্র নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لا تجعلوا بيوتكم قبورا