প্রাচীন সেই ছাপাই নগর আজকের এই বারোবাজার।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজার একটি ঐতিহাসিক স্থান।
এই বারোবাজারে অবস্থিত আছে অনেক প্রাচীন নিদর্শন।
এক জায়গাতে এত গুলো নির্দশন সমস্ত বাংলাদেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার।
কিংবদন্তীর উপাখ্যান খ্যাত গাজী, কালু, চম্পাবতির মাজার এই বারোবাজারে অবস্থিত।
ইতিহাস থেকে জানা যায় যে শহর মোহাম্মদবাদের প্রাচীন নগর ছিল ছাপাই নগর।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজার একটি ঐতিহাসিক স্থান।
এই বারোবাজারে অবস্থিত আছে অনেক প্রাচীন নিদর্শন।
এক জায়গাতে এত গুলো নির্দশন সমস্ত বাংলাদেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার।
কিংবদন্তীর উপাখ্যান খ্যাত গাজী, কালু, চম্পাবতির মাজার এই বারোবাজারে অবস্থিত।
ইতিহাস থেকে জানা যায় যে শহর মোহাম্মদবাদের প্রাচীন নগর ছিল ছাপাই নগর।
প্রাচীন সেই ছাপাই নগর আজকের এই বারোবাজার।
যে বারোবাজারে আবিস্কৃত হয়েছে জাহাজঘাট সহ এক প্রাচীন নগরীর।
প্রত্নতাত্ত্বিক খননের পর এখানে আবিস্কার হয়েছে 15 টির ও বেশী প্রত্নতাত্ত্বিক নির্দশন। এগুলোর মধ্যে অধিকাংশ প্রাচীন মসজিদ।
ঘুরে আসতে পারেন প্রাচীন এক নগরীর নির্দশন গুলো থেকে।
বারোবাজার থেকে 17/18 কিলোমিটার দূরে যশোর শহর অবস্থিত।
প্রাচীন শহর যশোরে এক রাত্রী যাপন করে ঘুরে দেখতে পারেন অনেক কিছুই।
আপনার সাধ এবং সাধ্যের নাগালে থাকার কারণে পরিবার -পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন।
যে বারোবাজারে আবিস্কৃত হয়েছে জাহাজঘাট সহ এক প্রাচীন নগরীর।
প্রত্নতাত্ত্বিক খননের পর এখানে আবিস্কার হয়েছে 15 টির ও বেশী প্রত্নতাত্ত্বিক নির্দশন। এগুলোর মধ্যে অধিকাংশ প্রাচীন মসজিদ।
ঘুরে আসতে পারেন প্রাচীন এক নগরীর নির্দশন গুলো থেকে।
বারোবাজার থেকে 17/18 কিলোমিটার দূরে যশোর শহর অবস্থিত।
প্রাচীন শহর যশোরে এক রাত্রী যাপন করে ঘুরে দেখতে পারেন অনেক কিছুই।
আপনার সাধ এবং সাধ্যের নাগালে থাকার কারণে পরিবার -পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন।
