তিন ধরনের আমল সর্বদা জারি থাকে:

 তিন ধরনের আমল সর্বদা জারি থাকে:

হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন- যখন মানুষ মরে যায় তখন তার আমল ও ছাওয়াবের ধারা বন্ধ হয়ে যায়। কিন্তু তিন ধরণের আমলের ছওয়াব সর্বদা অব্যাহত থাকে  । যথা 

১. সদকায়ে জারিয়া,

২. এমন ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়, এবং 

৩. সু-সন্তান যে তার জন্য (তার মৃত্যুর পর) দোয়া করে। (মুসলিম)

মিসকাতুল মাসাবীহ, হাদিস নং-১৯২,

আলিম ১ম বর্ষ, পৃ: ২৮০



তিন ধরনের ইলম (জ্ঞান) অর্জনকারী জাহান্নামী:-

হযরত কা’ব ইবনে মালিক (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন- 

১. যে ব্যক্তি আলিমদের সাথে বিতের্কে জয়লাভের জন্য অথবা 

২. মুর্খদের সাথে বাক-বিতন্ডা করার জন্য কিংবা 

৩. সাধারণ মানুষকে নিজের দিকে আকুষ্ট করার জন্য ইলম (জ্ঞান) অন্বেষণ করবে; আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ( তিরমিযী) 

মিসকাতুল মাসাবীহ, হাদিস নং-২১২,

আলিম ১ম বর্ষ, পৃ: ৩০২

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.