বন্ধু হাত হতে রক্ষার উপায়

কবি মাশুককে লক্ষ্য করে বলেন, হে মাশুক! তুমি হাজার বন্দুকে অন্তর দিও না; যদি তুমি দাও, তবে তোমার অন্তর বন্ধু হতে বিদায়ের জন্য দাও, মনে করতে হবে।
যে গুপ্ত রহস্য তোমার বন্ধুর কাছে আছে, তা অন্য কারো নিকট প্রকাশ কর না। কেনোনা, তুমি জান না, যদিও তারা খাঁটি বা প্রকৃত বন্ধু, তথাপি কোন সময় শত্রু হয়ে পড়বে। আর যাকে শত্র মনে করছো, তার সাথে এমন ব্যবহার করো না, যখন বন্ধু হয়ে বসবে, তখন তাকে মুখ দেখাতে লজ্জা বোধ করবে। যদি তোমার মনে কোন রহস্য থাকে এবং তা গুপ্ত রাখতে চাও, তবে কোন বন্ধুর নিকট প্রকাশ করোনা।
কেনোনা, হতে পারে তোমার চেয়েও অন্য কারোর সাথে তাঁর বেশি বন্ধুত্ব আছে, তার কাছে ব্যক্ত করে দিবে। 
Theme images by Flashworks. Powered by Blogger.