দেওবন্দের আল্লামা আবদুল হক আজমী গতকাল ইন্তেকাল করেছেন
দেওবন্দের আল্লামা আবদুল হক আজমী গতকাল
ইন্তেকাল করেছেন
প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০১৬ ৮:৩০:৪০
অপরাহ্ণ এই লেখাটি🌸
দেওবন্দে বুখারি শরীফের দরস দিচ্ছেন
আল্লামা আজমী
হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে
উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের
শায়েখে সানি আল্লামা আবদুল হক আজমী
ইন্তেকাল করেছন। ইন্নানিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন।😥😥😥
শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৮টায়
তিনি ইন্তেকাল৷
তিনি প্রায় ৩০ বছর যাবত দেওবন্দে
বুখারি শরিফের ২য় খণ্ডের দরস দিয়ে
আসছিলেন৷ তার পৈতৃক বাড়ি ভারতের
উত্তর প্রদেশের আজমগড় জেলায়৷
আল্লামা আজমীর ইন্তেকালে দারুল উলুম
দেওবন্দের উস্তাদ, ছাত্রদের মাঝে
শোকের ছায়া নেমে এসেছে৷ বছরের
শেষটা কান্নায় ভরিয়ে তুলছে এ বিদায়।
মরহুমের জানাজা কখন হবে, কেথায় হবে
বিস্তারিত জানা জায়নি৷ পরবর্তীতে
জানানো হবে ইনশাআল্লাহ।
তাঁর মাগফিরাতের জন্য দোয়া করবেন।
ইন্তেকাল করেছেন
প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০১৬ ৮:৩০:৪০
অপরাহ্ণ এই লেখাটি🌸
দেওবন্দে বুখারি শরীফের দরস দিচ্ছেন
আল্লামা আজমী
হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে
উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের
শায়েখে সানি আল্লামা আবদুল হক আজমী
ইন্তেকাল করেছন। ইন্নানিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন।😥😥😥
শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৮টায়
তিনি ইন্তেকাল৷
তিনি প্রায় ৩০ বছর যাবত দেওবন্দে
বুখারি শরিফের ২য় খণ্ডের দরস দিয়ে
আসছিলেন৷ তার পৈতৃক বাড়ি ভারতের
উত্তর প্রদেশের আজমগড় জেলায়৷
আল্লামা আজমীর ইন্তেকালে দারুল উলুম
দেওবন্দের উস্তাদ, ছাত্রদের মাঝে
শোকের ছায়া নেমে এসেছে৷ বছরের
শেষটা কান্নায় ভরিয়ে তুলছে এ বিদায়।
মরহুমের জানাজা কখন হবে, কেথায় হবে
বিস্তারিত জানা জায়নি৷ পরবর্তীতে
জানানো হবে ইনশাআল্লাহ।
তাঁর মাগফিরাতের জন্য দোয়া করবেন।
No comments